ঢাকা, শুক্রবার, ১০ মে, ২০২৪

জরিমানা ছাড়া ২৯ জুন পর্যন্ত আয়কর দেয়া যাবে

জরিমানা ছাড়া সব শ্রেণির আয়কর ও উৎসে কর দেয়ার সময় আগামী ২৯ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মাঝে জরিমানা ছাড়া আয়কর ও উৎসে কর জমা দেয়া যাবে।

আজ সোমবার (১ জুন) এ বিষয়ে একটি বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ধারা ১৮৪ জি’তে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড এই আদেশ জারি করেছে।

মো. আলমগীর হোসেনের সই করা ওই আদেশে বলা হয়েছে, সব শ্রেণির করদাতা এবং উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষের জন্য আয়কর অধ্যাদেশ, ১৯৮৪, আয়কর বিধিমালা, ১৯৮৪ এবং অফিস প্রণালীর অধীন যাবতীয় কার্যক্রম পরিপালনের সর্বশেষ সময়সীমা যেসব ক্ষেত্রে গত ২৬ মার্চ থেকে ৩০ মে’র মধ্যে উত্তীর্ণ হয়েছে, সেসব ক্ষেত্রে ওই সময়সীমা পরিমার্জন করে পরিপালনের নতুন সময়সীমা ২৯ জুন পর্যন্ত বাড়ানো হলো।

ads

Our Facebook Page